ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বিশ্বে করোনাক্রান্ত ২ কোটি ১৪ লাখ ছাড়াল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:৪৫, ১৬ আগস্ট ২০২০

বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ কোটি ১৪ লাখ ছাড়িয়েছে। করোনা শনাক্তের তথ্যপ্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে এ খবর জানানো হয়। মহামারি শুরুর মাত্র সাড়ে সাত মাসের মাথায় এ সংখ্যায় পৌঁছে বিশ্বের করোনা শনাক্ত।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, বিশ্বে এ পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ২ কোটি ১৪ লাখ ৪৮ হাজার ৫৭৯ জন। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন অন্তত ১ কোটি ৪২ লাখ ২৪ হাজার ৪৪১ জন। বিশ্বের অন্তত ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে কোভিড-১৯ মহামারি। এতে প্রাণ হারিয়েছেন অন্তত ৭ লাখ ৬৫ হাজার ১৮০ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এরই মধ্যে ৫৪ লাখের বেশি মানুষ করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। মৃত্যুর হিসাবেও বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বহুগুণ এগিয়ে যুক্তরাষ্ট্র। সেখানে অন্তত ১ লাখ ৭১ হাজার ৮৬৭ জন প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

আক্রান্তের দিক থেকে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ব্রাজিল, ভারত, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, পেরু, মেক্সিকো, কলম্বিয়া, চিলি ও স্পেন। ব্রাজিলে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ৩৩ লাখ মানুষ, ভারতে ২৫ লাখ, রাশিয়ায় ৯ লাখ ও দক্ষিণ আফ্রিকায় অন্তত ৫ লাখ ৭৯ হাজার মানুষ।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি