ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

সোভিয়েত ইউনিয়নের চেয়ে চীন আরও ভয়ঙ্কর: পম্পেও 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৫, ১৬ আগস্ট ২০২০

যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও- রয়টার্স

যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও- রয়টার্স

যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও চেক প্রজাতন্ত্র, স্লোভেনিয়া এবং অস্ট্রিয়ার নেতাদের হুঁশিয়ার দিয়ে বলেছেন, ‘সোভিয়েত ইউনিয়নের চাইতে চীনের কমিউনিস্ট পার্টির হুমকি এখন ভয়াবহ।’ পূর্ব ইউরোপ সফরে পররাষ্ট্রমন্ত্রী পম্পেও দেশগুলির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার ইচ্ছা ব্যক্ত করেন। খবর ভয়েস অব আমেরিকা’র। 

তিনি নির্বাচন-পরবর্তী বেলারুশের অশান্ত পরিস্থিতি ও ইরানের অস্ত্র নিষেধাজ্ঞা সম্প্রসারণ নাকচ হয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, চীনের কমুনিস্ট পার্টি, চীনের টেলিযোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন দেশের জাতীয় নিরাপত্তা তথা সামরিক বাহিনীর ওপরে গোয়েন্দাবৃত্তি চালানোর প্রয়াস নিয়েছে।

অন্যদিকে, চীন, পররাষ্ট্রমন্ত্রী পম্পেও’র অভিযোগ নাকচ করে বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী পম্পেও যেখানেই যান, সেখানেই তিনি রাজনৈতিক ভাইরাস ও মিথ্যা তথ্য ছড়াচ্ছেন।’

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি