ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইরান বিষয়ক সম্মেলনে যোগ দেবেন না ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪২, ১৬ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রস্তাবিত ইরান বিষয়ক জরুরি সম্মেলনে অংশ নেবেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিউজার্সির বেডমিনস্টার গলফ ক্লাবে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, “সম্ভবত আমি এতে যোগ দেব না, আমি নির্বাচনের পর পর্যন্ত অপেক্ষা করবো ভাবছি।”

শুক্রবার (১৪ আগস্ট) উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা হ্রাসে ইরান বিষয়ে সম্মেলন আয়োজনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং জার্মানির প্রতি আহবান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ক্রেমলিনের এক বিবৃতিতে পুতিন বলেন, “এটি একটি জরুরি ইস্যু।” তাই চীন, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন, যুক্তরাষ্ট্র, জার্মানি এবং ইরান এই ভিডিও সম্মেলনে অংশ নেবে।

রাশিয়ার মিত্র ইরানের বিরুদ্ধে “অভিযোগ ছিল ভিত্তিহীন” এ কথা উল্লেখ করে পুতিন বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরান ইস্যুতে আলোচনা জরুরি হয়ে পড়েছে।

নিরাপত্তা পরিষদ শুক্রবার ইরানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্রের উত্থাপিত প্রস্তাব সর্বসম্মতভাবে নাকোচ করে দিয়েছে। এটি ইরানের পরমাণু চুক্তির ব্যাপারে একটি বিশাল ইতিবাচক পদক্ষেপ। নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মাত্র দুই সদস্য যুক্তরাষ্ট্রের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে।

২০১৮ সালে ইরানের পরমাণু চুক্তি থেকে ট্রাম্পের সরে যাওয়ার পর থেকে ওয়াশিংটন এবং তার ইউরোপিয়ান মিত্রদের মধ্যে বিভাজন প্রতিফলিত হয়েছে।

এএইচ/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি