ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

আবুধাবি ছাড়লেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০১, ১৬ আগস্ট ২০২০

ইসরাইল-আমিরাত চুক্তির বিরুদ্ধে ফিলিস্তিনে বিক্ষোভ

ইসরাইল-আমিরাত চুক্তির বিরুদ্ধে ফিলিস্তিনে বিক্ষোভ

ইসরাইল ও আরব আমিরাতের মধ্যে চুক্তির প্রতিবাদে ফিলিস্তিনি রাষ্ট্রদূত দেশে ফিরে যাচ্ছেন বলে জানিয়েছেন ফিলিস্তিনের ফাতাহ আন্দোলনের মহাসচিব জিবরিল রাজুব। তিনি বলেন, আমিরাতে নিযুক্ত এসাম মাসালহা আবুধাবি থেকে দেশে রওয়ানা দিয়েছেন এবং তিনি আর কখনো আমিরাতে ফিরে যাবেন না।

এদিকে ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার বিরুদ্ধে আরব ও মুসলিম বিশ্বে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এর অংশ হিসেবে লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে আরব আমিরাতের দূতাবাসে হামলার ঘটনা ঘটেছে। 

                                    লিবিয়ায় সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসের বিক্ষুব্ধ জনতার হামলা

ইসরাইলের সঙ্গে আরব আমিরাতের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগকে ফিলিস্তিনি নেতারা পিঠে ছুরি মারার শামিল বলে মনে করছেন। ত্রিপোলিতে বিক্ষোভকারীরা আমিরাতের দূতাবাসে হামলার সময় পেট্রোল বোমা ব্যবহার করেছে বলে জানা গেছে। তারা আবুধাবির চুক্তিকে ‘কলঙ্ক’ বলে উল্লেখ করেছে।

এসি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি