ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

করোনা মোকাবেলায় ইসরায়েল ও আমীরাতের যৌথ গবেষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০৯, ১৭ আগস্ট ২০২০

করোনাভাইরাসের গবেষণায় পরস্পরকে সহযোগিতা করতে সংযুক্ত আরব আমীরাত ও ইসরায়েল সম্মত হয়েছে বলে জানিয়েছে আমীরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা।

গত সপ্তাহে দুটো দেশ তাদের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দেওয়ার পর এই সিদ্ধান্তের কথা জানানো হলো।

আমীরাতের কোম্পানি অ্যাপেক্স ন্যাশনাল ইনভেস্টমেন্ট এবং ইসরায়েলের টেরা গ্রুপ করোনাভাইরাসের নমুনা পরীক্ষার একটি যন্ত্র উদ্ভাবনে একসাথে কাজ করবে বলে জানানো হয়েছে।

দুটো দেশের মধ্যে টেলিফোন যোগাযোগ চালু করা হয়েছে। এর আগে সংযুক্ত আরব আমীরাত থেকে ইসরায়েলে ফোন করা সম্ভব ছিলো না।

এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি