ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইতালিতে রাতেও মাস্ক পরা বাধ্যতামূলক 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৫, ১৭ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

করোনাভাইরাসের তাণ্ডবে বিধ্বস্ত হয়েছে ইউরোপের দেশ ইতালি। মাঝে সংক্রমণ কিছুটা কমলেও দেশটিতে আবারও বাড়তে শুরু করেছে আক্রান্তের সংখ্যা। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতালি সরকার বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে রয়েছে নাইট ক্লাব ও ডিসকো বন্ধ করা এবং রাতে বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করে যেতে হবে। খবর আল জাজিরার।

রোববার (১৬ আগস্ট) ইতালির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরাঞ্জা স্বাক্ষরিত এক ডিক্রিতে বলা হয়েছে, ‘সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত যারা বাইরে যাবেন তাদের প্রত্যেককেই বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে হবে। নাইট ক্লাব ও ডিসকো বন্ধ রাখতে হবে। ১৭ আগস্ট থেকে শুরু করে ৭ সেপ্টেম্বর পর্যন্ত এই নিয়ম বহাল থাকবে।’

ইতালিতে ৩ হাজার নাইট ক্লাব রয়েছে। সেখানে কাজ করে প্রায় ৫০ হাজার মানুষ। তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছে সরকার।

গেল ২৪ ঘণ্টায় ইতালিতে করোনা আক্রান্ত হয়েছে ৪৭৯ জন। তাতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৫৩ হাজার ৯১৫ জন। মারা গেছে ৪ জন। আর এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৫ হাজার ৩৯৬ জন। যা বিশ্বের মধ্যে ষষ্ঠ সর্বোচ্চ।

এএইচ/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি