ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সোমালিয়াতে জঙ্গি হামলায় নিহত ১৭

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৪, ১৭ আগস্ট ২০২০ | আপডেট: ১২:১৪, ১৭ আগস্ট ২০২০

আহত একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে- আল জাজিরা

আহত একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে- আল জাজিরা

আফ্রিকার দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিশুর একটি বহুতল হোটেলে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। একই সঙ্গে ১২ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। গতকাল রোববার মোগাদিশুর লিডো বিচ এলাকার ‘এলিট হোটেলে’ জঙ্গিরা হামলা চালায়। হোটেলটিতে আরও অনেককে জিম্মি করে রাখা হয়েছে। জঙ্গি সংগঠন আল শাবাব এই হামলা চালিয়েছে বলে স্বীকার করেছে। খবর আল জাজিরা ও রয়টার্স’র। 

স্থানয় পুলিশ জানায়, নিহতদের মধ্যে দুই জন সরকারী কর্মচারী, তিনজন হোটেল সিকিউরিটি গার্ড, চারজন বেসামরিক ব্যক্তি এবং তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি। হোটেলটি থেকে এখন পর্যন্ত ২০০ জনকে উদ্ধার করা হয়েছে।

জানা যায়, হামলাকারীরা হোটেলটির সামনে একটি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটানোর পর গুলি করা শুরু করে। গাড়িটি হোটেলের দেয়ালে বিস্ফোরিত হয়। এর পরপরই জঙ্গিরা হোটেলটিতে ঢুকে পড়ে। হামলাকারী ৪ জনই পুলিশের গুলিতে মারা গেছেন বলে সরকারের মুখপাত্র জানিয়েছে। 
 
লিডো সমুদ্র সৈকতের পাশে এই ‘এলিট হোটেলে’ সোমালিয়ার পার্লামেন্ট সদস্য ও সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের যাতায়াত ছিল। এছাড়া বিদেশিরাও এই হোটেলে থাকতেন।  

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি