ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

আমিরাতের জাহাজ আটক করেছে ইরান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫১, ২০ আগস্ট ২০২০

সমুদ্রসীমা লঙ্ঘনের অভিযোগে সংযুক্ত আরব আমিরাতের একটি জাহাজ ও তার কর্মীদের আটক করেছে ইরান। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ঐ জাহাজ আটকের কথা জানিয়েছে। গত সোমবার আমিরাতের কোস্টগার্ডের হাতে দুই ইরানি জেলে নিহত হওয়ার দিনই জাহাজটি আটক করা হয় বলে জানায় তেহরান। খবর আল জাজিরা’র।

জানা যায়, আমিরাতের কোস্টগার্ড ইরানের কয়েকটি মাছ ধরা নৌকার ওপর গুলি চালালে ইরানের দুই জেলে নিহত হন। এতে তেহরানে আমিরাতের রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানায় ইরান। 

বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই ঘটনার দিনই সমুদ্রসীমা লঙ্ঘনের অভিযোগে আমিরাতের মালিকানাধীন একটি জাহাজ আটক করা হয়। ইরান বলছে গুলিবর্ষণের ঘটনায় ইতোমধ্যে দুঃখ প্রকাশ করেছে আমিরাত। একইসঙ্গে বুধবার চিঠি দিয়ে ওই ঘটনার ক্ষতিপূরণ দিতে তৈরি থাকার কথাও জানিয়েছে আবুধাবি।

এমএস/এসি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি