চীনে দুই জাহাজের সংঘর্ষে নিহত ৮
প্রকাশিত : ২১:৫৪, ২২ আগস্ট ২০২০ | আপডেট: ২১:৫৫, ২২ আগস্ট ২০২০
চীনের ইয়াংজি নদীর মোহনায় একটি তেলের ট্যাঙ্কার ও একটি কার্গো জাহাজের সংঘর্ষে আট জনের নিশ্চিত প্রাণহানি ঘটেছে , নিখোঁজ রয়েছে ছয় জন। সমুদ্র কর্তৃপক্ষ শনিবার এ কথা জানায়। খবর এএফপি’র।
বৃহস্পতিবার ভোর ৩টা৩৯ মিনিটে দক্ষিণে প্রায় ১.৩ নটিক্যাল মাইল দূরবর্তি মোহনায়, প্রায় ৩ হাজার টন গ্যাসোলিন বহনকারী একটি ট্যাঙ্কার এবং বালু ও নুড়ি বোঝাই একটি জাহাজের মধ্যে সংঘর্ষে ট্যাংকারের ডেকে আগুন লেগে যায় এবং পরবর্তিতে সেটি ডুবে যায়। এ দুর্ঘটনার পরে তিনজনকে উদ্ধার করা হয়েছে।
শনিবার সকালে ট্যাঙ্কারে আরোহন করা জরুরি কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার পর মোট আটটি লাশের সন্ধান পায়। উদ্ধারকারীরা নিখোঁজদের অনুসন্ধানে তল্লাসি চালিয়ে যাচ্ছে। উদ্ধার ও অনুসন্ধান কাজে পনেরোটি জাহাজ ও দু’টি বিমান ব্যবহৃত হচ্ছে।
সূত্র: বাসস
আরকে//
আরও পড়ুন