ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সীমান্তে দেয়াল নির্মাণের পরিকল্পনা থেকে পিছু হটলেন ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৭, ২৬ এপ্রিল ২০১৭ | আপডেট: ১১:২২, ২৬ এপ্রিল ২০১৭

সীমান্তে দেয়াল নির্মাণের পরিকল্পনা থেকে আপাতত পিছু হটলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্রেসিডেন্ট ট্রাম্পের উপদেষ্টা কেলিয়ান কনওয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে পরবর্তি সময়ে এর কাজ শুরু করা হবে বলে জানান তিনি। এক টুইটার বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্পও একই ধরনের আভাস দিয়েছেন। আর আগে দেয়াল নির্মাণে বাজেট বরাদ্দ বিলে অনাস্থা দেয়ার হুমকি দেয় ডেমোক্রেট সদস্যরা। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ করা ট্রাম্পের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতায় থাকায় ১০০ দিন পূর্ণ হতে যাচ্ছে শনিবার। ১০০ দিনের সফলতা ব্যর্থতা নিয়ে এরই মাঝে হিসাব মেলাতে শুরু করেছে মার্কিন জনগন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি