ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মার্কিন নির্বাচন নিয়ে ট্রাম্পের উপদেষ্টার বিস্ফোরক মন্তব্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৪, ২৪ আগস্ট ২০২০ | আপডেট: ১৩:১২, ২৪ আগস্ট ২০২০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো- নিউ ইর্য়াক টাইমস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো- নিউ ইর্য়াক টাইমস

Ekushey Television Ltd.

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো বলেছেন, আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন চীন ও ডেমোক্র্যাটদের মধ্যে একটা সাজানো খেলা। ফক্স বিজনেস নেটওয়ার্কের সঙ্গে দেয়া এক সাক্ষাৎকারে পিটার নাভারো এসব কথা বলেন। দ্যা ন্যাশনাল, সিএনএন ও পার্স টুডে’র। 

নাভারো বলেন, ‘চীন চায় আমেরিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করুন। চীন পছন্দ করে না যে, প্রেসিডেন্ট ট্রাম্প আরেকবার ক্ষমতায় আসুন।’

এ নির্বাচন হবে একজন কঠিন ব্যক্তি এবং একজন নিরীহ ব্যক্তির মধ্যে উল্লেখ করে নাভারো বলেন, ‘আমি মনে করি সব সময় আমেরিকার জনগণ একজন নিরীহ ব্যক্তির চেয়ে কঠিন ব্যক্তিকে হোয়াইট হাউজে দেখতে পছন্দ করেন কারণ তারা জানেন যে, বিশ্ব একটা বিপজ্জনক জায়গা।’

অতীতে চীনের পক্ষে কাজ করার অভিযোগ তুলে ট্রাম্পের এ উপদেষ্টা ডেমোক্র্যাট দল থেকে মনোনয়ন পাওয়া প্রার্থী জো বাইডেনের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ‘আপনারা কি কেউ প্রছন্দ করবেন করবেন যে নাফটা চুক্তি আবার হোক যার কারণে আমেরিকায় লাখ লাখ মেক্সিকোবাসীর কর্মসংস্থান হবে এবং অবৈধ অভিবাসীর ঢল নামবে? আমেরিকার কেউ কি চায় চীন বিশ্ব বাণিজ্য সংস্থায় চলে আসুক এবং হাজার হাজার শিল্প-কলকারখানা মিডওয়েস্ট থেকে চীনে চলে যাক?’

উল্লেখ্য, আগামী ৩ নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচনকে ডোনাল্ড ট্রাম্পের পক্ষের প্রচারকারীরা চীন এবং বাইডেনকে এক কাতারে ফেলে দেখানোর চেষ্টা করছে।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি