ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাইডেনের তীব্র সমালোচনায় ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৩, ২৯ আগস্ট ২০২০ | আপডেট: ১৬:৩৯, ২৯ আগস্ট ২০২০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রেসিডেন্ট  প্রার্থী জো বাইডেন- ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন- ফাইল ছবি

Ekushey Television Ltd.

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের তীব্র সমালোচনা করে তাকে ‘লো-আইকিউ’ বা কম বুদ্ধির লোক এবং কোন মতে সজাগ আছেন বলে বর্ণনা করেছেন। এ সব কথার পাশাপাশি নিউ হ্যাম্পশায়ারের ম্যানচেস্টারে বিমানবন্দরে সমর্থকদের উদ্দেশ্যে গতকাল শুক্রবার ট্রাম্প নির্বাচনে পুনরায় জয়ী হবেন বলেও আশা প্রকাশ করেন। একই সঙ্গে সমাজতান্ত্রিক বিপর্যয় থেকে দেশকে রক্ষাকারী হিসেবেও তিনি নিজেকে বর্ণনা করেন।

এর আগে বৃহস্পতিবার হোয়াইট হাউসে রিপাবলিকান কনভেনশনে ট্রাম্প বলেছিলেন, বাইডেনের আমেরিকায় কেউ নিরাপদ থাকতে পারবে না।

আগামী ৩ নভেম্বরের নির্বাচনে তিনি নিশ্চিত জয়ী হবেন বলেও বক্তব্যে উল্লেখ করেন। এমনকি এ বিষয়ে কারও কোন সন্দেহ আছে কিনা বলেও তিনি সমর্থকদের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দেন। তিনি বলেন, আমি ‘লো-আইকিউ’র একজন লোকের কাছে হেরে যাবো, আমি তা চাই না। তিনি জো বাইডেনকে ‘স্লিপি জো’ হিসেবে উল্লেখ করে বলেন, এই লোক জানে না যে সে বেঁচে আছে।

ডেমোক্রেট নৈরাজ্যকারীদের কাছ থেকে দেশকে রক্ষারও অঙ্গীকার করেন তিনি। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে মারা গেছে ১ লাখ ৮০ হাজারেরও বেশি লোক। তবু ট্রাম্প বলেন, করোনা নিয়ন্ত্রণে রয়েছে। তিনি আর্র বলেন, আমরা সম্ভবত এর কিনারে আছি।

ট্রাম্প বলেন, আমরা সকলে আমেরিকান জনগণ ও বামপন্থী উশৃঙ্খল জনতার মাঝে দাঁড়িয়ে আছি। এই উশৃঙ্খলদের কাছ থেকে আপনি গণতন্ত্রকে রক্ষা করতে চাইলে আপনাকে অবশ্যই চরম নিম্নমানের প্রার্থীকে পরাজিত করতে হবে। হাস্যোজ্জ্বল ও উৎফুল্ল ট্রাম্প (৭৪) বাইডেনকে(৭৭) দূর্বল এবং ডেমাক্রেটদের সবচে খারাপ প্রার্থী হিসেবে বর্ণনা করেন। আগের মতোই ট্রাম্প মিথ্যেভাবে বললেন, বাইডেন ঈশ্বর বিরোধী। যদিও বাইডেন আজীবনের ক্যাথলিক। এ দিকে হাজার হাজার লোক শুক্রবার ওয়াশিংটন ডিসিতে বর্ণবাদ বিরোধী বিক্ষোভ করেছে।

ট্রাম্প জাতিগত সহিংসতার জন্যে নিউজ চ্যানেল সিএনএন ও এমএসএনবিসিকে দায়ি করেন। তিনি বলেন, তারা যে আগুন উস্কে দিচ্ছে তা তারা জানে।

ট্রাম্প নিউহ্যাম্পশয়ারে ২০১৬ সালে অল্পভোটে হেরে যান। এ বছর তিনি এখানে জয়ের আশা করছেন। তিনি বলেন, ডেমোক্রেটরা আমেরিকান সীমান্ত মুছে দিতে চায় এবং কর বাড়িয়ে আত্মঘাতী মিশনের পরিকল্পনা করছে।

ট্রাম্প বলেন, ভালো হয় আপনারা আমাকে ভোট দেবেন। না হয় যা কখনও দেখেননি সে রকম মহামন্দা প্রত্যক্ষ করবেন। এদিকে হোয়াইট হাউসের সাউথ লনে দলীয় মনোনয়নের আয়োজন করায় শুক্রবার বাইডেন ট্রাম্পের সমালোচনা করেন। তিনি ট্ইুটারে বলেন, মি. প্রেসিডেন্ট আমেরিকানরা তাদের বিয়ের আয়োজন বাতিল করছে ও পরিবার ছাড়াই অন্ত্যেষ্টিক্রিয়ার কাজ সারছে। আমেরিকানরা যাতে মারা না যায় সে জন্যে তারা অনেক ত্যাগ স্বীকার করছে। কিন্তু আপনি উদাহরণ সৃষ্টি না করে সাউথ লনে ব্যাপক আয়োজন করেছেন। প্রেসিডেন্টের দায়িত্বটাকে আপনি কখন গুরুত্বের সঙ্গে নেবেন? (বাসস)

এমএস/


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি