চীনে ভবন ধসে ২৯ জনের মৃত্যু
প্রকাশিত : ১১:১০, ৩০ আগস্ট ২০২০ | আপডেট: ১১:১৫, ৩০ আগস্ট ২০২০
আজ রোববার সকালে উদ্ধার কাজ শেষ করেছে উদ্ধারকারী দল- এপি
চীনের শানজি প্রদেশের জিয়াংফেন এলাকার জন্মদিনের অনুষ্ঠান চলাকালে একটি দুই তলা রেস্টুরেন্ট ধসে অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বাড়েনি তবে বাড়ার আশঙ্কা করা হচ্ছে। খবর এবিসি নিউজ’র।
গতকাল শনিবার রেস্টুরেন্টটির ভবন ধসে পড়ে। আজ রোববার উদ্ধার কাজ সম্পন্ন করা হয়েছে। ধ্বংসস্তূপ থেকে ৫৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহত কয়েক ডজন মানুষ যার মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর।
ভবন ধসের কারণ এখনো জানা যায়নি বলে চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিজিটিএন জানিয়েছে। দেশটির কেন্দ্রীয় সরকার থেকে স্থানীয় সরকার ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
উল্লেখ্য, চলতি বছরের মার্চে চীনের কুয়ানজো শহরে একটি হোটেল ধসের ঘটনায় ২৯ জনের মৃত্যু হয়। সে সময় আহত হন আরও ৪২ জন।
এমএস/
আরও পড়ুন