ঢাকা, বুধবার   ২৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

৬০ বছর পর ফের ‘নব দম্পতি’, বিয়ের ছবি ভাইরাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৮, ১ সেপ্টেম্বর ২০২০ | আপডেট: ২৩:০০, ১ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

প্রত্যেকের জীবনে বিয়ে একটি বিশেষ মুহূর্ত। আর তার স্মৃতি সবাই নিজেদের মতো করে ধরে রাখেন। কখনও তা ছবি, ভিডিয়ো বা আত্মীয়-বন্ধু-বান্ধবদের সঙ্গে পুরনো গল্পের মাধ্যমে। অনেকেই সেই পুরনো স্মৃতিকে নতুন করে তৈরি করার কথা ভাবেন, কিন্তু হয়ে ওঠে না। তবে এই বৃদ্ধ দম্পতি তা করে দেখালেন। বিয়ের ৬০ বছর পর আবার 'বিয়ে করলেন' তাঁরা পরস্পরকে।

১৯৬০ সালে বিয়ে করেছিলেন মার্ভিন এবং লুসিল স্টোন। আমেরিকার নেব্রাস্কায় স্টারলিং নামে এক গ্রামের বাসিন্দা তাঁরা। সম্প্রতি তাদের বিয়ের ৬০ বছর পূর্ণ হয়। এই দিনটিকে তাঁরা বিশেষ ভাবে পালন করার পরিকল্পনা করেন। তবে সেই পরিকল্পনা ছিল চমকে ভরা।

ছয় দশক পর তাঁরা আবার একই রকম ভাবে বিয়ের আয়োজন করেন। সেই একই জায়গায়, একই রকম বিয়ের পোশাকে হাজির হন তারা। তাদের নতুন করে এই বিয়ের আসরের ছবি পোস্ট হয়েছে 'কেটি অট্রি ফোটোগ্রাফি' নামে এক ফেসবুক পেজে।

কী করে এত দিন ধরে বিয়ে টিকিয়ে রাখলেন, তা জানতে চান তাদের কাছে অনেকে। ‘নব দম্পতি’ তাদের পাঁচটি ‘মন্ত্র’ বলেছেন–

১ কঠোর শ্রম।

২. পরস্পরের প্রতি সহমর্মিতা।

৩. ভেবেচিন্তে কথা বলা।

৪. একজনের দুর্বলতাকে আর একজনের শক্তি দিয়ে অতিক্রমের মনোবৃত্তি।

৫. নিজের বিশ্বাসে অটল থাকা।

ফেসবুকে ছবিগুলি ২১ আগস্ট পোস্ট হয়েছে। অনেকে ছবিগুলি লাইক ও শেয়ার করছেন। কমেন্টসও করেছেন হাজারের ওপরে। অনেক নেটাগরিক তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি