ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

আবারো ক্ষেপনাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৩, ২৯ এপ্রিল ২০১৭

যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি উপেক্ষা করে আবারো ব্যালেস্টিক ক্ষেপনাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। তবে, ওই পরীক্ষা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া। এ’ ঘটনায় মার্কিন প্রশাসন নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে পিইংইয়ংয়ের বিরুদ্ধে। সংকট সমাধানে আবারো আলোচনা শুরুর আহবান জানিয়েছে চীন।

স্থানীয় সময় শনিবার, ভোর। ক্ষেপনাস্ত্রের মুহুর্মুহু শব্দে কেঁপে উঠে পিয়ংইয়ংয়ের উত্তরাঞ্চলের পিয়ংগান এলাকা। মার্কিনিদের রক্ত চক্ষু উপেক্ষা করে ব্যালেস্টিক ক্ষেপনাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া।

এ’ ঘটনার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসন নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে পিইংইয়ংয়ের বিরুদ্ধে।

তবে, দক্ষিণ কোরিয়া বলছে, ওই ক্ষেপনাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়েছে। নিক্ষেপের পরপরই তা ধ্বংস হয়ে যায় বলে দাবি করেছে দেশটি।

এদিকে, সংকট সমাধানে আবারো আলোচনা শুরুর আহবান জানিয়েছে চীন।

https://youtu.be/5pAaa2SCcmM


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি