ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

নাইজেরিয়ায় জঙ্গি হামলায় ৯ সেনা সদস্য নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫০, ৩ সেপ্টেম্বর ২০২০ | আপডেট: ১৮:৪১, ৩ সেপ্টেম্বর ২০২০

নাইজেরিয়ার সেনাদের সতর্ক অবস্থান- পুরাতন ছবি (ডিফেন্স পোস্ট)

নাইজেরিয়ার সেনাদের সতর্ক অবস্থান- পুরাতন ছবি (ডিফেন্স পোস্ট)

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোরনো প্রদেশে জেহাদীদের হামলায় অন্তত ৯ সেনা সদস্য নিহত হয়েছে। দুইটি নিরাপত্তা সূত্র এ কথা জানায়। মঙ্গলবার দিনের শেষ দিকে মাগুমেরি শহরের একটি সেনা অবস্থানে ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (আইএসডব্লিউএপি) হিসাবে পরিচিত সংগঠনের যোদ্ধারা মেশিনগান সজ্জিত ১০ টি ট্রাকে করে এসে এই হামলা চালায় এবং ৯ জনকে হত্যা করে।

প্রথম সূত্র এএফপিকে জানায়, সন্ত্রাসীরা বিকাল ৪ টার (গ্রিনিচ মান সময় ১৫.০০টা) দিকে একটি সামরিক চৌকিতে হামলা চালায়, এতে ৯ জনের মৃত্যু হয়। হামলাকারীরা একটি সাঁজোয়া ট্যাঙ্ক ও পরিখা খননকারী একটি যানসহ তিনটি যানবাহন পুড়িয়ে দিয়েছে। দ্বিতীয় সূত্র একই ধরণের খবর দিয়েছে।

আঞ্চলিক রাজধানী মাগুমেরি থেকে আসা বাড়তি সেনা সমর্থনে পাল্টা হামলা চালালে ২০ জঙ্গি নিহত হয়। বুধবার আইএসডব্লিউএপি এক বিবৃতিতে মাগুমেরিতে হামলার দায় স্বীকার করে বলেছে, হামলায় ১০ জন সৈন্যকে হত্যা এবং গোলাবারুদ ও সামরিক যানবাহন জব্দ করেছে। (বাসস)

এমএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি