ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

চার জনকে হত্যা করে কানাডার নাগরিকের আত্মহত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৭, ৫ সেপ্টেম্বর ২০২০

এই বাড়িতে হয়েছে হত্যাকাণ্ড- সংগৃহীত

এই বাড়িতে হয়েছে হত্যাকাণ্ড- সংগৃহীত

কানাডার ওন্টারিও শহরে বন্দুকধারী এক ব্যক্তি আত্মহত্যার আগে গুলি করে তার ৪ আত্মীয়কে হত্যা করেছে। পুলিশ জানিয়েছে, মাইকেল লাপা নামে ৪৮ বছর বয়সী ঐ ব্যক্তি একাই সবাইকে গুলি করে হত্যা করে এবং পরে আত্মহত্যা করে। পুলিশ জানাচ্ছে, লাপা যে বাড়িতে থাকতো সে বাড়ির লোকজন তার সবাই আত্মীয়। খবর পার্স টুডে’র। 

তদন্তকারীরা বলছেন, লাপা ঐ বাড়িতে অনাহুত ব্যক্তি ছিলেন এবং হত্যার তদন্তকারীরা এ ঘটনার মোটিভ খুঁজে বের করার চেষ্টা করছেন। জর্জ টুডো নামে পুলিশের একজন কনস্টেবল জানান, গোলাগুলিতে চার পুরুষ এবং এক নারী নিহত হয়েছেন। এর মধ্যে দু জনের বয়স ১৮ বৎসরের কম। পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, ঐ বাড়িতে ৫০ বছর বয়সী এক নারীকে আহত অবস্থায় পাওয়া গেছে।

ঐ এলাকায় বসবাসরত এক নারী জানিয়েছেন, গোলাগুলির সময় তিনি ঘটনা জানতে পারেন এবং সে সময়কার পরিস্থিতিকে তিনি ভয়ঙ্কর বলে বর্ণনা করেছেন। লিজ ম্যাকিনটোশ নামে ওই নারী বলেন, এটি অত্যন্ত নিরিবিলি এবং শান্ত এলাকা এখানে এ ধরনের ঘটনা কল্পনাও করা যায় না। তিনি জানান, ২০ থেকে ৩০ মিনিট ধরে গুলি হয়েছে ওই বাড়িতে।

এমএস/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি