ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শব্দের চেয়ে ৬ গুণ বেশি গতির ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১২, ৭ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

ভারতের প্রতিরক্ষা প্রযুক্তিতে বড়সড় সাফল্য এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার পর ভারতের হাতে চলে এল এই প্রযুক্তি।

সোমবার ওড়িশার বালাসোরের এপিজে আবদুল কালাম টেস্টিং রেঞ্জ থেকে ‘হাইপারসনিক টেকনোলজি ডেমোনেস্ট্রেটর ভেহিকেল’ -এর সফল পরীক্ষা সেরে ফেলল ভারত। এই ভেহিকেল-এ দেওয়া হয়েছে স্ক্র্যামজেট ইঞ্জিন। শব্দের থেকে দ্রুতগতির ক্ষেপণাস্ত্র তৈরিতে কাজে লাগবে এই প্রযুক্তি।

এনিয়ে ডিআরডিওকে স্বাগত জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ডিআরডিওর পক্ষ থেকে জানানো হয়েছে, সুপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির ক্ষেত্রে সব চাহিদা পূরণ করবে এই প্রযুক্তি।

‘এইচএসটিডিভি’ প্রযুক্তির একটি বড় দিক হল এটি ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের গতি বাড়ানোর পাশাপাশি খুব কম খরচে রকেট উত্ক্ষেপণও করা যাবে। ক্ষেপণাস্ত্রের গতি অন্তত ৬ গুণ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে এই প্রযুক্তি।

উল্লেখ্য, এখনও পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার হাতে রয়েছে এই প্রযুক্তি। প্রসঙ্গত স্ক্র্যাম জেট ইঞ্জিনের উন্নত সংস্করণ হল স্ক্র্যামজেট ইঞ্জিন। এর সাহায্যে শব্দের থেকে বেশি গতি পাওয়া যেতে পারে।

এসি
 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি