ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ক্যালিফোর্নিয়ায় দাবানলে পুড়েছে ২০ লাখ একর বনভূমি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০০, ৮ সেপ্টেম্বর ২০২০

ক্যালিফোর্নিয়ার সান ফ্রানসিসকো বে এলাকায়  ভয়াবহ দাবানল চলছে। ছবি: সংগৃহীত

ক্যালিফোর্নিয়ার সান ফ্রানসিসকো বে এলাকায় ভয়াবহ দাবানল চলছে। ছবি: সংগৃহীত

Ekushey Television Ltd.

ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। এই অঙ্গরাজ্যটির অগ্নি নির্বাপক বিভাগ জানিয়েছে, দাবানলে পুড়েছে ২০ লাখ একর বনভূমি। এছাড়া এখন পর্যন্ত দাবানলে মারা গেছে ৭ জন। বাসস্থান ছাড়া হয়েছেন অনেকে।

সোমবার দাবানলের ভয়াবহতায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আটটি জঙ্গল বন্ধ করে দিয়েছে দেশটির ফরেস্ট সার্ভিস। সান ফ্রানসিসকো বে এলাকায় ক্যালিফোর্নিয়ার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল চলছে।

গত মাসের মাঝামাঝিতে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলের কয়েকশোটি জায়গায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে দাবানল। ফলে রাজ্যটিতে জরুরি অবস্থা ঘোষণা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ইতিমধ্যে ধ্বংস হয়েছে প্রায় ৩ হাজার ৮০০ স্থাপনা। সোমবারও আগুন নেভানোর কাজে ব্যস্ত ছিলেন ১৪ হাজার ১০০ অগ্নি নির্বাপককর্মী। শুষ্ক বাতাসের কারণে সামনের দিনগুলোতে দাবানল আরও ভয়াবহ হতে পারে আশঙ্কা করা হচ্ছে।

ক্যালিফোর্নিয়ার বন ও অগ্নি নির্বাপক বিভাগের মুখপাত্র লিন টোলমাকোফ বলেন, ‘গত ৩৩ বছরের ইতিহাসে এক বছরের মধ্যে ২০ লাখ একর ভূমি পুড়েছে এমনটা আমরা দেখিনি। এটা নিশ্চিতভাবে রেকর্ডভাঙা নজির। এখনও দাবানলের মৌসুম শেষ হয়নি।’

এর আগে ২০১৮ সালে ক্যালিফোর্নিয়ায় দাবানলে দুই লাখের কাছাকাছি বনভূমি পুড়েছিল।

এএইচ/    


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি