ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

অরুণাচল থেকে অপরূত ৫ ভারতীয়কে ফেরত দিল চীন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৯, ১২ সেপ্টেম্বর ২০২০

এই পাঁচ ভারতীয়কে ফেরত দেয় চীন- সংগৃহীত

এই পাঁচ ভারতীয়কে ফেরত দেয় চীন- সংগৃহীত

গত ১ সেপ্টেম্বর ভারতের ৫ নাগরিক অরুণাচলের জঙ্গল থেকে অপরূত হয়েছিলেন তাদেরকে ফিরিয়ে দিয়েছে চীন। আজ শনিবার সকালে চীনের পিপল লিবারেশন আর্মি (পিএলএ) ভারতীয় সেনাবাহিনীর কাছে তাদেরকে হস্তান্তর করে। খবর এনডিভি’র। 

চীনের ভূখন্ড থেকেই তাদেরকে ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে। হস্তান্তরের এক ঘণ্টা পর তারা কিবিতু সীমান্ত থেকে ভারতের অরুণাচলে প্রবেশ করেন। 

এর আগে শুক্রবার ভারতে কেন্দ্রীয় সংখ্যালঘু দফতরের প্রতিমন্ত্রী কিরেন রিজিজু একটি টুইট বার্তায় বলেন, ‘চীনা সেনারা জানিয়েছে, তারা ঐ পাঁচজনকে ফিরিয়ে দেবে। ভারতীয় সেনাকে এই খবর জানানো হয়েছে। আগামীকাল ১২ সেপ্টেম্বর যে কোনও সময় এই হস্তান্তর হতে পারে।’

উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর অরুণাচলের আপার সুবানসিরি জেলা থেকে মোট সাত জন যুবককে চীনা সেনা তুলে নিয়ে গিয়েছিল বলে অভিযোগ ওঠে। এর মধ্যে দুই জন পালিয়ে আসেন। অবশেষে গত ৮ সেপ্টেম্বর ঐ পাঁচজন যে তাদের কাছেই আছে তা স্বীকার করে নেয় চীন।

এমএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি