ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে না কুয়েত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৪, ১৭ সেপ্টেম্বর ২০২০

কুয়েতের সংসদ স্পিকার মারজুক আল গানিম

কুয়েতের সংসদ স্পিকার মারজুক আল গানিম

কুয়েতের সংসদ স্পিকার মারজুক আল গানিম বলেছেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন না করার নীতিতে তারা অটল থাকবেন। তিনি আজ বৃহস্পতিবার কুয়েতে ফিলিস্তিনি রাষ্ট্রদূত রামি তাহবুবের সঙ্গে বৈঠকে এ কথা বলেন।

তিনি আরও বলেন, কুয়েত আন্তর্জাতিক ইশতেহার অনুযায়ী দুই রাষ্ট্রভিত্তিক সরকার গঠনের নীতিতে বিশ্বাস করে। কুয়েত বায়তুল মুকাদ্দাসকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী বলে মনে করে।

কুয়েতের সংসদ স্পিকার আরও বলেছেন, দখলদার ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সম্পর্ক প্রতিষ্ঠার চুক্তি সইয়ের অনুষ্ঠানে কুয়েতের কোনো প্রতিনিধি অংশ নেয় নি। সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন গত মঙ্গলবার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের চুক্তি সই করেছেন।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি