ঢাকা, রবিবার   ০৯ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

গুয়াতেমালার প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৭, ১৯ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন গুয়াতেমালার প্রেসিডেন্ট আলেহান্দ্রো জিয়াম্মাত্তেই। কোভিড-১৯ পজিটিভ হওয়ার খবর নিজেই জানিয়েছেন তিনি। স্থানীয় রেডিও স্টেশনকে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) প্রেসিডেন্ট বলেছেন, করোনার কোনও উপসর্গ নেই তার।

৬৪ বছর বয়সী প্রেসিডেন্ট জিয়াম্মাত্তেই আগে থেকে মাল্টিপল স্কলেরোসিসে ভুগছেন এবং হাঁটার জন্য লাঠি ব্যবহার করেন।

প্রেসিডেন্টের এমন দিনে করোনা ধরা পড়লো, যেদিন দেশটি সীমান্ত খুলে দিচ্ছে এবং আন্তর্জাতিক ফ্লাইট চালু করছে। করোনা মহামারিতে ছয় মাস ধরে সীমান্ত ও বিমান চলাচল বন্ধ ছিল গুয়াতেমালায়। গত ১৬ মার্চ মেক্সিকো, বেলিজ, হন্ডুরাস ও এল সালভাদরের সঙ্গে বিমানবন্দর ও সীমান্ত বন্ধ করে দেয় গুয়াতেমালা।

দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গুয়াতেমালায় প্রবেশ করতে চাওয়া বিদেশিদের নেগেটিভ পিসিআর টেস্ট রিপোর্ট দেখাতে হবে। দেশে ঢোকার আগে সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে টেস্ট করতে হবে। তবে গুয়াতেমালানদের ও ১০ বছরের নিচের শিশুদের টেস্ট রিপোর্ট দরকার নেই। যারা ঢুকছেন কিংবা যাচ্ছেন, তাদের মাস্ক পরতে হবে।

উল্লেখ্য, দেড় কোটির বেশি মানুষের দেশটিতে ইতিমধ্যে ৮৩ হাজার ছয়শ আক্রান্ত রোগী শনাক্ত, মারা গেছেন ৩ হাজার ৩৬ জন।

এএইচ/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি