ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

নির্বাচনের আগে বিচারপতি নিয়োগে আপত্তি বাইডেনের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫০, ২১ সেপ্টেম্বর ২০২০ | আপডেট: ১৬:১৩, ২১ সেপ্টেম্বর ২০২০

জো বাইডেন

জো বাইডেন

যুক্তরাষ্ট্রের সদ্য প্রয়াত বিচারপতি রুথ ব্যাডার গিন্সবার্গের স্থলে ট্রাম্পের নতুন নিয়োগকে ক্ষমতার অপব্যবহার হিসেবে মন্তব্য করেছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। বিচারপতির শূণ্য পদ পূরণে নভেম্বরের নির্বাচনের আগে ভোটাভুটিতে না যেতে আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। যদিও দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তড়িঘড়ি বিচারপতির পদ পূরণের অঙ্গীকার করেছেন।

ফিলাডেলফিয়ায় নির্বাচনী প্রচারণায় বাইডেন বলেন, ‘ভোটারদের জানা উচিত ট্রাম্প কিভাবে ক্ষমতার অপব্যবহার করে তাদের অধিকার হরণ করেন।’ সিনেটের মাধ্যমে এই নিয়োগ, ট্রাম্পের দূর্বল রাজনৈতিক ক্ষমতার চর্চা বলে মনে করেন বাইডেন। 

শনিবার বিচারপতি রুথ ব্যাডার গিন্সবার্গের স্থলে আরেকজন নারীকেই মনোনয়ন দেয়ার কথা জানান ডোনাল্ড ট্রাম্প। আগামী এক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে নতুন একজনকে মনোনয়ন দেবেন প্রেসিডেন্ট, যিনি হবেন একজন নারী।

গত শুক্রবার ১৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের বিচারপতি রুথ বাডার গিন্সবার্গ ৮৭ বছর বয়সে মারা গেছেন। এ শূন্যপদ পূরণে ট্রাম্প তড়িঘড়ি করলেও ইতোমধ্যে তার দলের দুই জন সিনেটর এর বিরুদ্ধে তাদের আপত্তি জানিয়েছেন।

উল্লেখ্য, সিনেটের ১ শত আসনের ৫৩টি রিপাবলিকানদের অধীনে। এ ক্ষেত্রে ট্রাম্পের মনোনয়ন আটকে দিতে ডেমাক্রেটদের কঠোর বেগ পেতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এমএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি