ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

প্রথম শ্রেণি থেকে শিশুদের ইংরেজি শেখাবে সৌদি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০২, ২১ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

সৌদি আরবের প্রাইমারি স্কুলগুলোতে প্রথমবারের মতো ইংরেজি ভাষা শেখানোর উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। আগামী শিক্ষাবর্ষ থেকে শিশুদের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ইংরেজি ভাষা। খবর আরব নিউজ

রোববার (২০ সেপ্টেম্বর) সৌদি শিক্ষামন্ত্রী হামাদ বিন মোহাম্মেদ আল-আশেইখ রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে এক ঘোষণায় বিষয়টি জানিয়েছেন।

আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাইমারি স্কুলে ইংরেজিসহ পাঁচটি কোর্স চালু করা হবে, যাতে বিশেষ গুরুত্ব দেয়া হবে বিজ্ঞান ও গণিতকে। এ ছাড়া চতুর্থ শ্রেণি থেকে ডিজিটাল শিক্ষা শুরু হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

সৌদি শিক্ষামন্ত্রী হামাদ বলেন, শিক্ষার্থীদের কল্যাণে শিক্ষাক্রমে কিছু পরিবর্তন আনা হচ্ছে। যাতে দেশের ভবিষ্যৎ নাগরিকেরা উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে এবং আন্তর্জাতিক মাধ্যমে প্রতিযোগিতা করতে পারে।

তিনি আরও বলেন, উচ্চশিক্ষার জন্য সাধারণ শিক্ষা গুরুত্বপূর্ণ। মাধ্যমিক শিক্ষায় উন্নয়ন না ঘটিয়ে কোনোভাবেই উচ্চশিক্ষায় উন্নতি ঘটানো সম্ভব নয়। ২০২১ সাল থেকেই সেটি শুরু হবে।

উল্লেখ্য, আরবী ও ইসলামী শিক্ষা অর্জনের জন্য সৌদি আরব গোটা পৃথিবীর মধ্যে শীর্ষ স্থানীয় দেশ। বিজ্ঞান ও সাধারণ শিক্ষায়ও সৌদি আরব পিছিয়ে নেই। বৃত্তিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের শিক্ষা সংশ্লিষ্ট সুযোগ সুবিধা প্রদানের ক্ষেত্রে সৌদি আরবের অবস্থান শীর্ষে।

নারী শিক্ষার ক্ষেত্রেও সৌদি আরব পিছিয়ে নেই। নারী শিক্ষার ক্ষেত্রে বিপ্লব এসেছে দেশটিতে। নিশ্চিত করেছে নারীর নিরাপত্তা, আধুনিক উচ্চশিক্ষা, স্বাধীনতা। শুধুমাত্র মহিলাদের জন্য সম্পূর্ণ নিরাপত্তা ও পর্দার ব্যবস্থা, উন্নত ও আধুনিক সকল সুবিধা সম্পন্ন একটি পূর্ণাঙ্গ সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে।

এএইচ/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি