ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিগারেট ও মদ আমদানি ঠেকাতে ট্রাম্পের নিষেধাজ্ঞা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪২, ২৪ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

সিগারেট ও মদ আমদানি ঠেকাতে এবার কিউবার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৩ নভেম্বর ফ্লোরিডা অঙ্গরাজ্যে যখন তিনি কঠোর নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নামতে যাচ্ছেন তখন এই নিষেধাজ্ঞা দিলেন। ফ্লোরিডায় কিউবা থেকে আসা বিপুলসংখ্যক ভোটারের বসবাস রয়েছে। খবর পার্সটুডের। 

স্থানীয় সময় বুধবার (২৩ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘কমিউনিস্ট নির্যাতনের বিরুদ্ধে আমাদের অব্যাহত লড়াইয়ের অংশ হিসেবে আমি ঘোষণা করছি যে, আমাদের অর্থ মন্ত্রণালয় মার্কিন ভ্রমণকারীদের ওপর নিষেধাজ্ঞা জারি করবে যেন তারা কিউবায় কোনো সরকারি স্থাপনায় অবস্থা না করেন।’

নিষেধাজ্ঞার কারণ স্পষ্ট করে দিয়ে ট্রাম্প বলেন, ‘আমি আমাদের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানাবো, কিউবা থেকে যেন তারা সিগারেট এবং মদ আমদানি না করেন।’

মার্কিন প্রেসিডেন্টের দাবি, ‘তার এই পদক্ষেপের ফলে কিউবার কমিউনিস্ট সরকারের সঙ্গে অসহযোগিতা করা হবে এবং মার্কিন ডলার সরাসরি কিউবার সাধারণ জনগণের পকেটে যাবে।’

ওবামা প্রশাসনের সমালোচনা করে ট্রাম্প বলেন, ‘ওবামা-বাইডেন প্রশাসন কিউবার স্বৈরশাসক ক্যাস্ত্রোর সঙ্গে দুর্বল, বেদনাদায়ক ও একপক্ষীয় চুক্তি করেছিল যা কিউবার নির্যাতিত জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা। এতে কিউবার কমিউনিস্ট শাসকরা সমৃদ্ধ হয়েছেন। আমি ক্যাস্ত্রো সরকারের সঙ্গে সেই চুক্তি বাতিল করেছি।’

এআই//এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি