ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে ইমেইল হ্যাকিংয়ের অভিযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৬, ৬ মে ২০১৭ | আপডেট: ১৬:২৫, ৬ মে ২০১৭

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে ইমেইল হ্যাকিংয়ের অভিযোগ তুলেছে ম্যাক্রন শিবির। অভিযোগের তীর রুশ হ্যাকারদের  দিকে ।
প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত পর্বের মাত্র একদিন আগে এমন অভিযোগ উঠলো। শুক্রবার মধ্যরাতে নির্বাচনী প্রচারণা শেষ হবার কিছু সময় আগে এমন কান্ড হয়। এসময় একটি ফাইল শেয়ারিং ওয়েবসাইটে ম্যাক্রন শিবিরের ইমেইলগুলো ফাঁস হয়। ইমেইল হ্যাক করার অভিযোগ উঠেছে রুশ হ্যাকারদের বিরুদ্ধে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনেও হ্যাকিংয়ের অভিযোগ উঠেছিল রাশিয়ার বিরুদ্ধে। ইমেইল ফাঁসের নিন্দা জানিয়েছে ম্যাক্রনের প্রচারণা শিবির। অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছে ক্রেমলিন।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি