ঢাকা, শনিবার   ২৯ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বিচারক পদে অ্যামি কোনিকে মনোনয়ন দিতে চান ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৩, ২৬ সেপ্টেম্বর ২০২০ | আপডেট: ১৪:৩১, ২৬ সেপ্টেম্বর ২০২০

অ্যামি কোনি ব্যারেট- রয়টার্স

অ্যামি কোনি ব্যারেট- রয়টার্স

Ekushey Television Ltd.

মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে জজ অ্যামি কোনি ব্যারেটকে মনোনয়ন দেয়ার আগ্রহ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অ্যামির নিয়োগ নিশ্চিত হলে উচ্চ আদালতে রক্ষণশীলদের সংখ্যাগরিষ্টতা একেবারে সুদৃঢ় হবে বলে ধারণা করা হচ্ছে। গতকাল শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যমে পরিবেশিত প্রতিবেদনে এ কথা বলা হয়। খবর আল জাজিরা ও এএফপি’র।

প্রেসিডেন্ট বলেন, এ সপ্তাহে তিনি প্রয়াত বিচারপতি রুথ বেডার গিন্সবার্গের স্থলাভিষিক্ত হিসেবে তার পছন্দের প্রার্থীর নাম ঘোষণা করবেন। 

স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়,  ৪৮ বছর বয়সী এ রক্ষণশীল বিচারককে মনোনয়ন দেবেন ট্রাম্প।  ব্যারেটকে মনোনয়ন দেবেন। তার নিয়োগ চূড়ান্ত হলে উচ্চ আদালতে রক্ষণশীলরা ৬/৩ ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা পাবে।

ব্যারেটকে প্রকৃতপক্ষে মনোনয়ন দেয়া হবে কিনা সে ব্যাপারে সাংবাদিকরা জানতে চাইলে ট্রাম্প উত্তরে বলেন, ‘আমি তা বলিনি। ব্যারেট হচ্ছেন অসাধারণ বিচারক।’ তবে তিনি ইতোমধ্যে ‘নিজ মনে’ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। আশা করা হচ্ছে আজ শনিবার বিকেল ৫ টায় এ পদে মনোনীত ব্যক্তির নাম ঘোষণা করা হবে।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি