ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সেপটিক ট্যাঙ্ক ধসে ৬ ফিলিস্তিনির মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১০, ২৭ সেপ্টেম্বর ২০২০

ফিলিস্তিনের পশ্চিমতীরের হেবরন- সংগৃহীত

ফিলিস্তিনের পশ্চিমতীরের হেবরন- সংগৃহীত

ফিলিস্তিনের পশ্চিমতীরের হেবরনের কাছে একটি গ্রামে গতকাল শনিবার পুরাতন সেপটিক ট্যাঙ্ক ধসে একই পরিবারের ৫ জন ও অপর ১ জনের মৃত্যু হয়েছে। দেশটির পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা এ কথা জানায়।

জানা যায়, বাবা ও তার ছেলে একটি সেপটিক ট্যাঙ্কের জন্য খনন করছিলেন। এ সময় পাশের পুরাতন সেপটিক ট্যাঙ্ক ধসে পড়ে এতে তারা উভয়ই তলিয়ে যায়। প্রত্যক্ষদর্শী দিয়ার আল-আসল এ কথা বলেন।

তাদের উদ্ধারের জন্য অপর তিন ভাই এবং অন্য এক তরুণ চেষ্টা চালাতে গিয়ে তারাও মারা যায়। পুলিশের এক মুখপাত্র এএফপিকে বলেন, তাদের বয়স ১৬ থেকে ৫০ বছর। (বাসস)

এমএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি