ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

অবিলম্বে সিরিয়া থেকে আমেরিকাকে সরে যাওয়ার আহ্বান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২০, ২ অক্টোবর ২০২০

সিরিয়া থেকে অবিলম্বে সরে যেতে আবারও আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে সেদেশের উপ-পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ।

তিনি সিরিয়ার আল-ওয়াতান পত্রিকাকে দেওয়া সাক্ষাতকারে আরও বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র সিরিয়ায় অবৈধভাবে ঢুকে সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে। সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সহযোগিতায় সব ধরণের অপকর্ম চালিয়ে যাচ্ছে।

তবে সিরিয়ার সরকার ও জনগণ মার্কিন ষড়যন্ত্র নস্যাৎ করে চূড়ান্ত বিজয় অর্জন করবে।

সিরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র সিরিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো কাজ করছে না বরং তাদের মিশন হচ্ছে ইহুদিবাদী ইসরাইল, সন্ত্রাসী ও উগ্রবাদীদের টিকিয়ে রাখা। মার্কিন সরকার সিরিয়ার জনগণের ক্ষতি করতে নানা ধরণের নিষেধাজ্ঞা আরোপ করছে বলে তিনি জানান।

সিরিয়ার সরকারের অনুমোদন ছাড়াই বর্তমানে সেখানে বিপুল সংখ্যক সেনা মোতায়েন রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সন্ত্রাসীদেরকে সরাসরি সহযোগিতা দেওয়ার পাশাপাশি সিরিয়া থেকে তেল চুরি অব্যাহত রেখেছে মার্কিন বাহিনী
সূত্র : পার্সটুডে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি