ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

অসুস্থ ট্রাম্পকে আন্তরিক সমর্থন ওবামার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৬, ৩ অক্টোবর ২০২০

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা অসুস্থ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়ার প্রতি সমর্থন জানিয়ে শুক্রবার একটি বার্তা পাঠিয়েছেন। তিক্ত রাজনৈতিক লড়াইয়ের বিষয় দূরে রেখে কোভিড-১৯ থেকে তাদের দ্রুত আরোগ্য কামনা করে তিনি এ বার্তা পাঠান। খবর এএফপি’র।

ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানের শুরুতে ওবামা বলেন, ‘এক বড় রাজনৈতিক লড়াইয়ের মধ্যে থাকলেও আমরা আন্তরিকভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডির মঙ্গল কামনা করছি।’

তিনি বলেন, ‘মিশেল ও আমি আশা করছি যে তারা এবং সারাদেশে কোভিড-১৯ রোগে আক্রান্ত অন্যরা তাদের প্রয়োজনীয় সেবা পাচ্ছেন। আর এ সেবার কারণে তারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’

ওবামা বলেন, ‘আমরা সকলে আমেরিকান এবং আমরা সকলে মানুষ। সকলে সুস্থ ও ভাল থাকুক আমরা এমনটাই দেখতে চাই।’

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি