ঢাকা, সোমবার   ৩১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ট্রাম্পের মতো ‘বেশি চালাক’ না ভেবে মাস্ক ব্যবহার করুন

মার্কিনিদেরকে জো বাইডেন’র অনুরোধ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৪, ৪ অক্টোবর ২০২০

ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন- দ্যা আটলান্টিক

ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন- দ্যা আটলান্টিক

Ekushey Television Ltd.

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক দলীয় প্রার্থী জো বাইডেন বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের মতো ‘বেশি চালাক’ না ভেবে সবাই মাস্ক পরিধান করুন। প্রেসিডেন্ট ট্রাম্পের করোনা ভাইরাসে অসুস্থ হবার খবর এই মহামারীকে আরও গভীরভাবে নেবার প্রতি গুরুত্ব আরোপ করেন তিনি। খবর ভয়েস অব আমেরিকা’র। 

গত বৃহস্পতিবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর যুক্তরাষ্ট্রের জনগণকে মাস্ক পরিধানের বিষয়ে প্রয়োজনীয়তা স্মরণ করিয়ে দেন ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী জো বাইডেন। 

মিশিগানে নির্বাচনী প্রচারের সময় বাইডেন মন্তব্য করেন, তার দুই বার পরীক্ষার পর ‘নেগেটিভ’ আসায় তিনি এ রাজ্য সফর করেন। 

তিনি বলেন, ‘করোনা রাজনীতির কোন বিষয় নয়। এটা আমাদের জাতীয় দায়িত্ব ও কর্তব্য। রোগটিকে আমাদের গুরুত্বের সঙ্গে নিতে হবে। এটি কখনও আপনা-আপনি চলে যাবে না।’

উল্লেখ্য, প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি শুরু থেকেই করোনা মহামারী নিয়ে সতর্ক না হয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে আসছেন। অবশেষে তিনি সস্ত্রীক করোনাতেই আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। 

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি