চিকিৎসায় নোবেলজয়ীদের নাম ঘোষণা
প্রকাশিত : ১৫:৫৬, ৫ অক্টোবর ২০২০ | আপডেট: ১৮:১০, ৫ অক্টোবর ২০২০
নোবেল পুরস্কার
বিশ্বের সবচেয়ে সম্মানের পুরস্কার নোবেল পুরস্কার। এ বছর চিকিৎসায় বিশেষ অবদানের জন্য ৩ জনকে নোবেল পুরস্কার দেওয়া হবে। আজ সোমবার সুইডেনের রাজধানী স্টকহোমে এক অনুষ্ঠানে নোবেল কমিটি-২০২০ এ নাম ঘোষণা করে। খবর ইউরো নিউজ ও এপি’র।
যৌথভাবে নোবেল বিজয়ীরা হলেন- হার্ভে জে. অল্টার, মাইকেল হাউটন এবং চার্লস এম. রাইচ। হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কারের জন্য তাদের এ পুরস্কারে ভূষিত করা হলো।
জানা যায়, করোনা মহামারীর কারণে নোবেল প্রদানে অনাড়ম্বর অনুষ্ঠান বাতিল করা হয়েছে। নোবেলজয়ীরা নিজ দেশে বসেই ওয়েবিনারে অংশগ্রহণের মাধ্যমে ভার্চুয়াল নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নিবেন।
উল্লেখ্য, আগামীকাল মঙ্গলবার পদার্থবিদ্যায়, বুধবার রসায়নশাস্ত্রে, বৃহস্পতিবার সাহিত্যে, শুক্রবার শান্তিতে এবং আগামী সোমবার অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে।
আরও পড়ুন