ঢাকা, সোমবার   ০৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

জো বাইডেনকে ক্ষ্যাপাটে বললেন ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩০, ৮ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেনকে ক্ষ্যাপাটে বলে মন্তব্য করেছেন।

করোনা ভাইরাসে আক্রান্ত ট্রাম্প হোয়াইট হাউসে কোয়ারেন্টাইনে রয়েছেন এবং নির্বাচনী প্রচারণা পুনরায় শুরুর অপেক্ষায় আছেন।

ট্রাম্প বুধবার টুইট করে বলেন, বাইডেন যে বছরের পর বছর ধরে পাগল এ কথা সবাই জানে।

ট্রাম্প তার এ বক্তব্যের সাথে বাইডেনের নির্বাচনী প্রচারণার একটি ভিডিও ক্লিপ যুক্ত করেন। যেখানে বাইডেন একদল তরুণ নৃত্যশিল্পীকে বলছেন, তাদের যখন আরো চার বছর বয়স হবে তখনও তিনি তাদের এভাবে নাচতে দেখতে চান।

চারবছর পরে বাইডেনের পুর্ননির্বাচনের প্রচারাভিযান চালানোর উচ্চাভিলাষি এই মন্তব্যটি ফক্স নিউজ যথাযথ নয় বলে সমালোচনা করেছে।

এদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে কোভিড-১৯ মোকাবেলাকে যে কোন মার্কিন প্রশাসনের সবচেয়ে বড় ব্যর্থতা হিসেবে অভিহিত করেছেন সিনেটর কমলা হ্যারিস।

বুধবার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সাথে বিতর্ককালে হ্যারিস এ মন্তব্য করেন।

এদিকে পেন্সও ট্রাম্পের বিশ্বাসযোগ্যতার ওপর আক্রমণের মধ্যদিয়ে ভবিষ্যতের করোনা ভ্যাকসিন নিয়ে জনসাধারণের আস্থা হ্রাস করার জন্য কমলা হ্যারিসকে দায়ী করেন।

মার্কিন নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেনের রানিং মেট কমলা হ্যারিস বলেন, আমেরিকান জনগণ প্রত্যক্ষ করেছে আমাদের দেশের যে কোন প্রেসিডেন্ট প্রশাসনের সবচেয়ে বড় ব্যর্থতা কি?
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি