ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: জরিপে এগিয়ে বাইডেন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২০, ১৭ অক্টোবর ২০২০

আমেরিকার মসনদে বসার মূল লড়াই শুরু হতে এখনও ১৫ দিন বাকি থাকলেও ইতিমধ্যেই শুরু হয়েছে আগাম ভোটগ্রহণ। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর দেয়া তথ্যমতে এক পঞ্চমাংশ ভোট ইতিমধ্যেই নেয়া হয়েছে। 

এমতাবস্থায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে হওয়া সবকটি জরিপে ট্রাম্পের থেকে বেশ এগিয়ে ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন।

ব্যাটল গ্রাউন্ড হিসেবে পরিচিত দশটি অঙ্গরাজ্যে জরিপে নয়টিতেই এগিয়ে জো বাইডেন। তিনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন সমান তালে। সংবাদমাধ্যমগুলো বলছে, আগাম ভোটে এক কোটির বেশি ভোট পড়ায় জয়ের ব্যাপারে আশাবাদী ডেমোক্রেট শিবির। 

অপরদিকে, নির্বাচনে জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না ডোনাল্ড ট্রাম্পও। তবে, পরাজিত হলে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবেন বলে জানিয়েছেন তিনি। 

এআই//এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি