ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আমেরিকার নির্বাচনী প্রচারণার মূল ইস্যু করোনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০২, ২০ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণার মূল ইস্যু এখন করোনা মহামারি। স্থানীয় সময় সোমবার অ্যারিজোনায় নির্বাচনী প্রচারণায় এবার ট্রাম্পের লক্ষ্যবস্তু ছিল করোনা মহামারি মোকাবিলায় শীর্ষ রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি। যার কঠোর সমালোচনা করেন তিনি। 

ট্রাম্প বলেন, ‘বিশেষজ্ঞদের পরামর্শ শুনলে মহামারিতে যুক্তরাষ্ট্রের আট লাখের বেশি মানুষ মারা যেতো। দেশের মানুষ করোনা নিয়ে ফাউচি আর এসব অপদার্থদের কথা শুনতে শুনতেও ক্লান্ত।’

শুধু ফাউচি নন, তার বাক্য আক্রমণ থেকে বাদ যাননি আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেন ও সংবাদ মাধ্যম সিএনএন। 

তবে ফাউচিকে ট্রাম্পের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন বাইডেন। সম্প্রতি সাক্ষাৎকারে ট্রাম্পের করোনা হওয়াটা খুব স্বাভাবিক ছিল বলে জানান ফাউচি। এরপরই ক্ষেপে যান মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ফ্লোরিডায় বাইডেনের রানিং মেট কমলা হ্যারিস প্রচারণা চালাচ্ছেন।

অন্যদিকে বৃহস্পতিবার চূড়ান্ত বিতর্কে দুই প্রার্থীর মধ্যে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবার মাইক্রোফোন বন্ধ করে দেয়ার নতুন নীতি যুক্ত করেছে ডিভেট কমিশন।

এআই//এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি