ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ডেটিংয়ে ২৩ আত্মীয় নিয়ে হাজির প্রেমিকা! প্রেমিকের ২ লাখ টাকা গচ্চা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৪, ২১ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

এক মহিলার সঙ্গে আলাপের পর ব্লাইন্ড ডেটের জন্য ডেকেছিলেন চিনের এক ব্যক্তি। ডেটে গিয়ে তিনি দেখলেন ওই মহিলা তাঁর ২৩ জন আত্মীয়কে নিয়ে এসেছেন। রোমান্স তো দূরের কথা, তাঁদের সবাইকে খাওয়াতে গিয়ে ওই ব্যক্তির খরচ হয়েছে ২ লাখ টাকারও বেশি। 

সেখানকার স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রেমিকের ‘উদারতার’ পরিচয় পেতেই নাকি এই কাণ্ড করেছিলেন ওই মহিলা।

২৯ বছরের ওই ব্যক্তির নাম লিউ। তিনি চিনের ঝেজিয়াং প্রদেশের বাসিন্দা। ওই মহিলার সঙ্গে আলাপের পর তাঁর সঙ্গে নিভৃত সময় কাটানোর কথা ভেবেছিলেন। সে জন্যই ক্যান্ডল লাইট ডিনারের আমন্ত্রণ জানিয়েছিলেন। 
রেস্তোরাঁতে অপেক্ষা করার সময় যখন দুর্দান্ত একটা ডেটের কথা ভাবছিলেন, তখনই ২৩ আত্মীয় নিয়ে হাজির হন ওই মহিলা।

তা দেখে বেজায় অস্বস্তি হলেও কিছু বলতে পারেননি লিউ। ওয়েটার যখন বিল আনেন তা দেখে তো মাথায় হাত। সেখানে ২৫ জনের বিল হয়েছিল ১৯ হাজার ৮০০ ইউয়ান। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২ লাখ ১৭ হাজার টাকা। এই ঘটনার কথা চিনের সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভেসে আসছে বিভিন্ন রকম মন্তব্য। ঘটনা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেছেন নেটিজেনরা।

সূত্র: আনন্দবাজার

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি