ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কাবুলে আত্মঘাতী বোমা হামলায় ১৮ জন নিহত 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৫, ২৫ অক্টোবর ২০২০

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে অন্তত ১৮ জন। এছাড়া আহত হয়েছে আরও ৫৭ জন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জানিয়েছে, শনিবার সন্ধ্যায় উচ্চ শিক্ষা প্রদানকারী বেসরকারি প্রতিষ্ঠান লক্ষ্য করে হামলা চালানো হয়। দাস্ত-এ বারচি এলাকার ভবনটিতে মূলত শত শত শিয়া মতাবলম্বী শিক্ষার্থী অবস্থান করে থাকে।  আহত অনেককে হাসপাতালে নেয়া হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের অনেককে হাসপাতালে নেয়া হয়েছে। এতে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তালেবানরা এ হামলার ঘটনার দায় অস্বীকার করেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, একজন আত্মঘাতী বোমা হামলাকারী ওই ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করেছিল। তবে নিরাপত্তা প্রহরীরা তাকে হামলাকারী হিসেবে শনাক্তের পর ওই ব্যক্তি সেখানেই বোমা বিস্ফোরণ ঘটায়।

এমবি//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি