ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আর্মেনিয়া আজারবাইজানের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০২, ২৬ অক্টোবর ২০২০ | আপডেট: ২০:০৫, ২৬ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস আর্মেনিয়া আজারবাইজানের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন। সোমবার থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে।

এন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারেক বলেন, মহাসচিব যুক্তরাষ্ট্র, আর্মেনিয়া ও আজারবাইজানের সরকারসমূহ আজ যে বিবৃতিতে যুদ্ধবিরতি মেনে চলা ও তা কার্যকরের ঘোষণা দিয়েছে তাকে স্বাগত জানিয়েছেন।

এর আগে উভয় দেশের সরকার এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক যৌথ বিবৃতিতে যুদ্ধবিরতি কার্যকরের কথা বলা হয়।

বিবৃতি অনুযায়ী, ২৬ অক্টোবর স্থানীয় সময় সকাল ৮টা থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে। বিবৃতিতে আরো বলা হয়, শনিবার আর্মেনিয়া ও আজারবাইজানের সফররত পররাষ্ট্রমন্ত্রী মার্কিন উপ-পররাষ্ট্র মন্ত্রী স্টিফেন বেইগানের সঙ্গে সাক্ষাত করে চলতি মাসের প্রথম দিকে তারা যে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল তা মেনে চলতে পুনরায় অঙ্গীকার করে।

উল্লেখ্য, সাবেক সোভিয়েতভুক্ত এ দু’টি দেশ ১৯৯০ সাল থেকেই আঞ্চলিক বিরোধে জড়িয়ে আছে। ২০১৬ সালে এসে তা মারাত্মক রূপ নেয়। নতুন করে গত ২৭ সেপ্টেম্বর উভয় দেশের মধ্যে সংঘর্ষ শুরু হলে বহু প্রাণহানি ঘটে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি