ঢাকা, বৃহস্পতিবার   ২৭ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

রাতারাতি করোনা নির্মূল করা যাবে না : বাইডেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৯, ২৯ অক্টোবর ২০২০ | আপডেট: ১৪:৩৭, ২৯ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেন বুধবার ডেলাওয়ারে তার ভোট দিয়েছেন। 

ক্ষমতাসিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তার জোরালো নির্বাচনী প্রচারণা শেষ করার ছয়দিন আগে তিনি তার ভোট দিলেন। 

যুক্তরাষ্ট্রের সাবেক এ ভাইস প্রেসিডেন্ট ইউলমিংটনে ডেলাওয়ার স্টেট বিল্ডিংয়ে প্রবেশ করে সেখানে তিনি আগাম ভোট দেয়া রেকর্ড সংখ্যক আমেরিকান নাগরিকের নামের তালিকায় যুক্ত হন। দেশটিতে বুধবার পর্যন্ত ৭ কোটি ৪০ লাখ নাগরিক আগাম ভোট দিয়েছেন। মহামারি করোনা ভাইরাসের কারণে বিভিন্ন ভোট কেন্দ্রে লোকজনের ভিড় এড়াতে তারা আগাম ভোট দেন।

ভোট দেয়ার আগে করোনা পরিস্থিতি এবং স্বাস্থ্যসেবা নিয়ে বক্তব্য রাখেন জো বাইডেন। তিনি বলেন, তিনি প্রেসিডেন্ট হলেও রাতারাতি করোনা নির্মূল করা যাবে না, এই মহামারি শেষ করতে কঠোর পরিশ্রম করতে হবে। ধারণা করা হচ্ছে নিজের অঙ্গরাজ্য ডেলাওয়ারে সহজেই জয় পাবেন ডেমোক্র্যাট বাইডেন।
সূত্র : এএফপি
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি