ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কানাডার কুইবেকে কুপিয়ে দুইজনকে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৬, ১ নভেম্বর ২০২০

কুইবেকের পার্লামেন্ট ভবন

কুইবেকের পার্লামেন্ট ভবন

কানাডার কুইবেক শহরে তরবারি দিয়ে কুপিয়ে দুইজন মানুষকে খুন করেছে এক ব্যক্তি। তার পরনে ছিলো মধ্যযুগীয় কায়দার পোশাক। এ হামলায় কমপক্ষে পাঁচজন আহত হয়েছে। খবর বিবিসি’র।

স্থানীয় সময় শনিবার মাঝ রাতে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পরে সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনাটি ঘটেছে পার্লামেন্ট হিল এলাকায়, যেখানে রয়েছে কুইবেকের পার্লামেন্ট ভবন। এ ঘটনার পর এলাকাবাসীকে ঘরে থাকার অনুরোধ জানিয়েছে পুলিশ।

পার্লামেন্ট হিল এলাকায় হামলার খবর আসার পরই কুইবেকের পার্লামেন্ট ভবনের সামনে পুলিশের চেকপোস্ট বসানো হয়।

এদিকে কুইবেক সিটি পুলিশ এক টুইট বার্তায় লিখেছে, “রাত একটার কিছুক্ষণ আগে এসপিভিকিউ (কুইবেক সিটি পুলিশ ফোর্স) এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। স্থানীয় অধিবাসীদের ঘরে থাকার জন্য আহ্বান জানানো যাচ্ছে। কেননা এ ঘটনার তদন্ত এখনো চলছে।"

এএইচ/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি