ঢাকা, শনিবার   ২৯ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

যেসব রাজ্যে জয়ী ট্রাম্প-বাইডেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৭, ৫ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিকে তাকিয়ে সারা বিশ্ব। কে হচ্ছেন আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট। এ নিয়ে জল্পনা-কল্পনার অন্ত নাই। ভোটের দৌঁড়ে বাইডেন এগিয়ে থাকলেও রাজনৈতিক বিশ্লেষকরা  এখনও মনে করছেন খুব সহেজে ট্রাম্প ছেড়ে দিবেন না। আবার অনেকে মনে করছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পেরও অঙ্কের হিসাবে এখনো ম্যাজিক ফিগার ২৭০ ইলেক্টোরাল কলেজ ভোট পাওয়ার সম্ভাবনা আছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, অঙ্গরাজ্যভিত্তিক জয় অনুযায়ী এখন পর্যন্ত জো বাইডেন ২৬৪ ভোট ইলেক্টোরাল কলেজ ভোট পেয়েছেন। আর ট্রাম্প পেয়েছেন ২১৪ ভোট। মোট ৫৩৮টি ইলেক্টোরাল কলেজ ভোটের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত হতে প্রয়োজন ২৭০টি। এক্ষেত্রে হোয়াইট হাউস থেকে মাত্র ৬ ইলেকটোরাল ভোটের দূরত্বে বাইডেন। 

আসুন জেনে নেই যেসব অঙ্গরাজ্য ট্রাম্প এবং বাইডেন জয়ী হয়েছেন। 

যেসব রাজ্যে ট্রাম্প জয়ী

আলাবামা (৯), আরকানসাস (৬), ফ্লোরিডা (২৯), আইদাহো (৪), ইন্ডিয়ানা (১১), আইওয়া (৬), কানসাস (৬), কেন্টাকি (৮), লুইজিয়ানা (৮), মেইন (১), মিসিসিপি (৬), মিসৌরি (১০), মন্টানা (৩), নেবরাসকা (৪), নর্থ ডাকোটা (৩), ওহাইয়ো (১৮), ওকলাহোমা (৭), সাউথ ক্যারোলাইনা (৯), সাউথ ডাকোটা (৩), টেনিসি (১১), টেক্সাস (৩৮), ইউটাহ (৬), ওয়েস্ট ভার্জিনিয়া (৫), ওয়েমিং (৩)।

যেসব রাজ্যে বাইডেন বাইডেন জয়ী

অ্যারিজোনা (১১), ক্যালিফোর্নিয়া (৫৫), কলোরাডো (৯), কানেকটিকাট (৭), ডেলওয়্যার (৩), ডিস্ট্রিক্ট অব কলোম্বিয়া (৩), হাওয়াই (৪), ইলিনয় (২০), মেইন (৩), ম্যারিল্যান্ড (১০), ম্যাসাচুসেটস (১১), মিশিগান (১৬), মিনেসোটা (১০), নেবরাসকা (১), নিউ হ্যাম্পশায়ার (৪), নিউজার্সি (১৪), নিউ মেক্সিকো (৫), নিউইয়র্ক (২৯), ওরগেন (৭), রোড আইল্যান্ড (৪), ভারমন্ট (৩), ভার্জিনিয়া (১৩), ওয়াশিংটন (১২), উইসকনসিন (১০)।

ফল বাকি আছে, আলাক্সা (৩), জর্জিয়ায় (১৬), নেভাদা (৬), নর্থ ক্যারোলাইনা (১৫), পেনসিলভেনিয়া (২০)। 

আগামী দিনে মার্কিন প্রেসিডেন্ট কে হচ্ছেন তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুক্ষণ।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি