ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নির্বাচনে জিতলেন সমকামী টিনএজার প্রার্থী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৮, ৬ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের আইন পরিষদ নির্বাচনে একজন টিনএজার প্রার্থী বিজয়ী হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, এবারের নির্বাচনে তিনিই তরুণতম প্রার্থী।

আঠারো-বছর বয়সী টোনি লাব্রানশ ঐ রাজ্যের অ্যামহার্ষ্ট আসনের আইন পরিষদ সদস্য হিসেবে কাজ করবেন।

“গত রাতে আমরা ইতিহাস রচনা করেছি, অ্যামহার্ষ্টে এই প্রথম কোন সমকামী প্রার্থী ভোটে জয়লাভ করলো”, ডেমোক্র্যাট দলের সদস্য লাব্রানশ এক ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, “একে সম্ভব করার জন্য এবং আমার প্রতি সমর্থন জানানোর জন্য আপনাদের ধন্যবাদ।“

স্থানীয় অ্যালটন টেলিগ্রাফ সংবাদপত্রকে তিনি জানান, ১০ বছর বয়সে ক্যান্সার ধরা পড়া এবং চিকিৎসা ব্যয় অনেক বেশি হওয়ার পর তিনি রাজনীতিতে নামার সিদ্ধান্ত নেন।

“ক্যান্সার রোগী থেকে এখন আমি আইন পরিষদে আমার রাজ্যকে প্রতিনিধিত্ব করছি – এই হলো আমার গল্প।“

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি