ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রতিশ্রুতি দিচ্ছি সবার প্রেসিডেন্ট হব : বাইডেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৫, ৮ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

আমেরিকানরা তাদের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে বেছে নেয়ায় কৃতজ্ঞা প্রকাশ করেছেন  ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। একইসঙ্গে কেউ ভোট দিক, বা না দিক সবার প্রেসিডেন্ট হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। 

স্থানীয় সময় শনিবার (৭ নভেম্বর) রাতে পেনসিলভানিয়ায় জয়ের পর এক টুইট বার্তায় এ প্রতিশ্রুতি দেন হোয়াইট হাউসের নতুন মালিক।  

জো বাইডেন বলেন, ‘আমেরিকা, মহান এ রাষ্ট্রের নেতৃত্ব আমার ওপর দেয়ায় আমি সম্মানিত। আমাদের সামনের যে কাজ রয়েছে, তা কঠিন হবে। তবে এ প্রতিশ্রুতি আমি আপনাদের দিচ্ছি, আপনি আমাকে ভোট দিন বা না দিন, আমি হব সব আমেরিকানের প্রেসিডেন্ট।’

তিনি বলেন, ‘আমার ওপর যে আস্থা আপনারা রেখেছেন, তার প্রতিদান আমি দেব।’

এদিকে, প্রথম কৃষ্ণাঙ্গ ও প্রথশ ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নারী হিসেবে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টে নির্বাচিত হয়েছেন বাইডেনের রানিং মেট কমলা হ্যারিস। 

জয়ের পর এক টুইট বার্তায় হ্যারিস তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘আমরা পেরেছি, জো বাইডেন।’
এআই/ এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি