ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

ট্রাম্পের অভিযোগ সরাসরি প্রত্যাখান করল নির্বাচনী কর্মকর্তারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৭, ১৪ নভেম্বর ২০২০

নির্বাচনের ফল প্রকাশের শুরু থেকে ভোট জালিয়াতির অভিযোগ করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখনও নিজের মতের পক্ষে দাঁড়িয়ে তিনি। ট্রাম্পের এ অভিযোগ এবার সরাসরি প্রত্যাখান করল নির্বাচনী কর্মকর্তারা। 

তারা বলেন, এবার ‘যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে সুরক্ষিত নির্বাচন’ অনুষ্ঠিত হয়েছে। খবর পার্সটুডের। 

স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) এক বিবৃতিতে আমেরিকার কেন্দ্রীয় ও রাজ্য নির্বাচনি কর্মকর্তারা বলেন, ‘ভোটিং পদ্ধতিতে কোনও গরমিল, ভোট সরিয়ে ফেলা বা ভোট বদলের কোনো প্রমাণ পাওয়া যায়নি, কোনো ধরনের আপোসরফাও হয়নি।’

গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের পর থেকে ভোট জালিয়াতির অভিযোগ করে আসা প্রেসিডেন্ট ট্রাম্প আবার নতুন করে কোনও প্রমাণ ছাড়াই ২৭ লাখ ভোট সরিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ তোলার কয়েকঘণ্টা পর নির্বাচনী কর্মকর্তাদের এই বিবৃতি এল।

বিবিসি জানিয়েছে, যৌথভাবে বিবৃতিটি প্রকাশ করেছে ‘ইলেকশন ইনফ্রাস্ট্রাকচার গভমেন্ট কো-অর্ডিনেটিং কাউন্সিল’। এই কাউন্সিলে আছেন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ‘ইলেকশন এসিসটেন্স কমিশন’ এবং রাজ্য পর্যায়ের কর্মকর্তারা; যারা নির্বাচন তদারকি করেছেন।

এই বিবৃতির মধ্যদিয়ে কেন্দ্র ও রাজ্যের কর্মকর্তারা নির্বাচনে প্রেসিডেন্টের ভোট জালিয়াতির অভিযোগ একেবারে সরাসরি খারিজ করে দিলেন। এ মুহূর্তে চূড়ান্ত ফল ঘোষণার আগে দেশজুড়ে গোটা নির্বাচন প্রক্রিয়া আবার ভালো করে খতিয়ে দেখা হচ্ছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। 

এআই//আরকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি