ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

আইসোলেশনে ব্রিটেনের প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৫, ১৬ নভেম্বর ২০২০

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনকে ‘সেলফ আইসোলেশনে’ নেওয়া হয়েছে। করোনায় আক্রান্ত এক সংসদ সদস্যের সঙ্গে বৈঠক করায় তাকে সেলফ আইসোলেশনে থাকতে পরামর্শ দিয়েছে দেশটির জাতীয় স্বাস্থ্য বিভাগ (এনএইচএস)। 

তবে প্রধানমন্ত্রী ভালো আছেন এবং তার কোভিড-১৯ এর কোনো লক্ষণও নেই বলে জানিয়েছেন তার এক মুখপাত্র।

তিনি আরও জানিয়েছেন, সেলফ আইসোলেশনে থাকাকালে স্বাস্থ্যবিধি মেনে ও চিকিৎসকদের পরামর্শ অনুসরণ করে ডাউনিং স্ট্রিট থেকে প্রধানমমন্ত্রী তার দাপ্তরিক কার্যক্রম চালিয়ে যাবেন।

গত বৃহস্পতিবার সকালে কয়েকজন সংসদ সদস্যের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী বরিস জনসন। পরে বৈঠকে উপস্থিত সংসদ সদস্য লি অ্যান্ডারসনের করোনার লক্ষণ ধরা পড়ে এবং তার পরীক্ষা করা হয়।

অ্যাশফিল্ডের ওই সংসদ সদস্যের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এলে বরিস জনসনকে সেলফ আইসোলেশনে নেওয়া হয়।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সংসদ সদস্য লি অ্যান্ডারসন ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। সেই ছবিতে দেখা যায় তাদের কারো মুখেই মাস্ক ছিল না।

উল্লেখ্য, গত এপ্রিল মাসের প্রথম দিকে করোনায় আক্রান্ত হয়েছিলেন প্রধানমন্ত্রী বরিস জনসন। তখন হাসপাতালে থাকতে হয়েছিল তাকে। ভাইরাসে আক্রান্ত হওয়ার ১০ দিন পর তিনি লন্ডনের সেন্ট টমাস হাসপাতাল থেকে রিলিজ পান।
এএইচ/ এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি