ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনা ট্রাম্পের!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩০, ১৭ নভেম্বর ২০২০

জো বাইডেনের সঙ্গে নির্বাচনে হেরে হতাশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে চেয়েছিলেন বলে খবর দিয়েছে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস। কিন্তু তার সিনিয়র উপদেষ্টাদের পরামর্শে তিনি এ বিপজ্জনক কাজ করা থেকে বিরত থাকেন।
 
দৈনিকটি জানিয়েছে, ট্রাম্প মূলত ইরানের নাতাঞ্জ পরমাণু স্থাপনায় হামলা চালাতে চেয়েছিলেন। জাতিসংঘ গত সপ্তাহে জানিয়েছিল, ইরান ওই স্থাপনায় পরমাণু সমঝোতায় অনুমোদিত পরিমাণের চেয়ে ১২ গুণ বেশি ‘সমৃদ্ধ ইউরেনিয়াম’ মজুদ করেছে।

পদস্থ মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানায়, ইরানে হামলা চালালে কি পরিস্থিতি তৈরি হতে পারে ট্রাম্প সেকথা আমেরিকার সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের কাছে জানতে চান।

তার এ প্রশ্নের উত্তরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, সেনাপ্রধান জেনারেল মাইক মিলি ও ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টোফার সি মিলার সবাই মিলে ট্রাম্পকে এই বলে সতর্ক করে দেন যে, তিনি যেন এ ধরনের হামলার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলেন। কারণ, ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালালে মধ্যপ্রাচ্যে বিশাল আকারে সামরিক সংঘাত বেধে যেতে পারে এবং নিজের মেয়াদ শেষ হওয়ার মাত্র কয়েক সপ্তাহ আগে এমন সংঘাত বাধানো তার ঠিক হবে না। এসব মার্কিন কর্মকর্তা ট্রাম্পকে বলেন, ইরানে হামলা চালালে উদ্ভূত পরিস্থিতি আর ওয়াশিংটনের নিয়ন্ত্রণে থাকবে না।

নিউ ইয়র্ক টাইমস সোমবার এ প্রতিবেদন প্রকাশ করেছে; তবে এ ব্যাপারে এখনো হোয়াইট হাউজের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি