ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

সৌদির ২০ রিয়ালের নতুন নোট প্রত্যাহার 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩২, ২১ নভেম্বর ২০২০

সৌদি আরবের ২০ রিয়ালের নতুন ব্যাংক নোট প্রত্যাহার করা হয়েছে। জি-২০ সম্মেলন উপলক্ষে ছাপা ওই নোটে জম্মু-কাশ্মীর এবং লাদাখকে ভারতের মানচিত্রের বাইরে রাখা হয়েছিল। বিষয়টি নিয়ে ভারত আপত্তি জানালে ওই নোট ছাপা বন্ধের নির্দেশ দেয় সৌদি প্রশাসন।

সৌদি প্রশাসন জানিয়েছে, আগে যেসব নোট ছাপা হয়েছিল তাও ফিরিয়ে নেয়া হবে।

সৌদিতে দুই দিনব্যাপী জি-২০ সম্মেলন শুরু হয়েছে আজ। সেই উপলক্ষেই গত মাসের শেষ দিকে নতুন এই ২০ রিয়ালের নোটটি বাজারে ছাড়ে সৌদি প্রশাসন। নোটের একদিকে সৌদি আরবের বাদশাহ সালমন বিন আবদুল আজিজ আল সৌদের ছবি এবং এ বছরের জি-২০ সম্মেলনের প্রতীক রয়েছে। অন্যদিকে রয়েছে বিশ্ব মানচিত্র।

আর সেখানেই জম্মু-কাশ্মীর ও লাদাখকে বাদ রেখে ভারতের মানচিত্রটি ছাপা হয়। এ নিয়ে তখনই আপত্তি জানিয়েছিল ভারত। রিয়াদে ভারতীয় রাষ্ট্রদূত আউসফ সৈয়দ বিষয়টি নিয়ে সৌদি প্রশাসনের কাছে ভারতের আপত্তির বিষয়টি স্পষ্ট করে তুলেন। তারপর বিষয়টিকে বিবেচনায় নেয় সৌদি প্রশাসন।

সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই নোটটি স্মারক হিসেবে ছাপা হয়েছিল। তবে তা বাজারে ছাড়া হয়নি। ভারতের আপত্তির বিষয়টি বিবেচনায় রেখে নতুন নোট ছাপা বন্ধ করার পাশাপাশি সব নোট প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়েছে।

এএইচ/আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি