ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

করোনায় মারা গেলেন সুদানের প্রাক্তন প্রধানমন্ত্রী মাহদি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৫, ২৭ নভেম্বর ২০২০

গণতান্ত্রিকভাবে নির্বাচিত সুদানের শেষ প্রধানমন্ত্রী সাদিক আল মাহদি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর।

মাহদির জাতীয় উম্মা পার্টি এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

তারা জানিয়েছে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সংযুক্ত আরব আমিরাতে তিন সপ্তাহ ধরে হাসপাতালে থাকার পর তিনি মারা যান। গত মাসেই তার করোনাভাইরাসে পজিটিভ বলে সনাক্ত করা হয়।

উম্মা পার্টি বিবৃতিতে বলেছে, সুদানের ওমদুরমান শহরে শুক্রবার মাহদিকে সমাহিত করা হবে।

উল্লেখ্য, ১৯৮৯ সালে দ্বিতীয় দফা প্রধানমন্ত্রী থাকার সময়ে এক সামরিক অভ্যুত্থানে মাহদিকে ক্ষমতাচ্যুত করা হয়। এর ফলে সাবেক প্রেসিডেন্ট ওর আল বাশার আবার ক্ষমতা দখল করেন।

তিনি তিন দশক ধরে ক্ষমতায় থাকার পর গত বছর একটি অভূত্থানে তিনি নিজেই ক্ষমতাচ্যুত হন। তবে সুদানে নেতৃত্বের এই সব পরিবর্তনের মধ্যেও আল মাহদি একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন। এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি