ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইরানী বিজ্ঞানী হত্যায় ইসরায়েলকে দায়ী করলেন রুহানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৫, ২৯ নভেম্বর ২০২০ | আপডেট: ১১:২৬, ২৯ নভেম্বর ২০২০

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি

Ekushey Television Ltd.

ইরানের একজন শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানীকে হত্যায় যুক্তরাষ্ট্রের পক্ষে ভাড়াটে হিসেবে কাজ করার জন্যে ইসরায়েলকে দায়ী করেছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। 

শনিবার (২৮ নভেম্বর) তিনি এ অভিযোগ করে বলেছেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রের ভাড়াটে হিসেবে বিজ্ঞানী মোহসেন ফখরেজাদেকে হত্যা করেছে।

প্রেসিডেন্ট রুহানির সরকারি ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, আবারও দখলদার ইহুদি ভাড়াটে খুনিদের সঙ্গে নিয়ে বৈশ্বিক ঔদ্ধত্যের দুষ্টু হাত এই জাতির সন্তানের রক্তে রঞ্জিত করলো। ইরান সাধারণত বৈশ্বিক ঔদ্ধত্য কথাটি দিয়ে যুক্তরাষ্ট্রকেই বুঝিয়ে থাকে।

এর আগে গত শুক্রবার (২৭ নভেম্বর) তেহরানের কাছে দামাভান্দ কাউন্টির আবসার্ড এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন বিজ্ঞানী ফখরেজাদে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে সেখানেই তিনি মারা যান।

মোহসেন ফখরেজাদে ছিলেন ইরানের খ্যাতিমান পরমাণু বিজ্ঞানী এবং অভিজাত ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড কোরের একজন সিনিয়র অফিসার। সূত্র- বাসস।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি