ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে ধর্ষণ মামলার তদন্ত বন্ধের সিদ্ধান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০২, ১৯ মে ২০১৭ | আপডেট: ১৯:৩৪, ১৯ মে ২০১৭

অবশেষে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে ধর্ষণ মামলার তদন্ত বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সুইডেন।
অ্যাসাঞ্জের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের জন্য আদালতের কাছে চিঠি পাঠানো হয়েছে। চিঠিটি পাঠিয়েছেন সুইডেনের পাবলিক প্রসিকিউশন দফতরের পরিচালক। তবে সুইডিশ কর্তৃপক্ষ ধর্ষণ অভিযোগের তদন্ত বন্ধ করলেও এখনো গ্রেফতারের ঝুঁকিতে আছেন অ্যাসাঞ্জ। গোপন সামরিক ও কূটনৈতিক দলিল ফাঁস করায় তাকে বিচারের মুখোমুখি করতে পারে যুক্তরাষ্ট্র। তবে অ্যাসাঞ্জ এখনো লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে থাকবেন বলে জানা গেছে। সুইডেনে পাঠানো হলে সুইডিশ কর্তৃপক্ষ তাকে যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দিতে পারে বলে আশংকা করছেন তিনি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি